চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে অটোরিকশাসহ ধরা পড়লো চোর

বোয়ালখালী সংবাদদাতা

১৫ মে, ২০২৪ | ৪:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়কে সিএনজিচালিত অটোরিকশা রেখে চা পান করতে চালক দোকানে গেলে গাড়ি নিয়ে চম্পট দেয় চোর। এ ঘটনায় অটোরিকশা চালক ছৈয়দুল হক থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ। বাড়ানো হয় উপজেলার বিভিন্ন স্থানে নজরদারি।

 

মঙ্গলবার (১৪ মে) দিবাগত রাত পৌনে ১২টার দিকে চুরি যাওয়া অটোরিকশাটিসহ চোরকে আটক করেছে বোয়ালখালী থানা পুলিশ।

 

এর আগের দিন সোমবার (১৩ মে) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার শাকপুরা বড়ুয়ার টেক এলাকা থেকে গাড়িটি চুরি হয়েছিলো।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, অটোরিকশা চুরির বিষয়ে চালক ছৈয়দুল হক মামলা দায়ের করলে অভিযান চালিয়ে উপজেলার আরাকান সড়কের আমতল থেকে অটোরিকশা উদ্ধারপূর্বক আসামি হাসানুলকে (৩২) গ্রেপ্তার করা হয়। হাসান বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী চরখিদিরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।

 

ওসি আরও জানান, হাসান একজন সিএনজিচালিত অটোরিকশা চোরচক্রের সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে এ চক্রের সদস্যদের সহযোগিতায় গত ১৩ মে অটোরিকশাটি চুরি করেছে। চোরচক্রের সদস্য হাসানের বিরুদ্ধে এর আগেও ৬টি মামলা রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে বোয়ালখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি এবং নগরীর ডবলমুরিং থানায় একটি চুরির মামলা রয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট