চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

জাহানারার আইপিএল শুরু আজ

স্পোর্টস ডেস্ক

৭ মে, ২০১৯ | ১২:৩৫ পূর্বাহ্ণ

গতকাল রাত থেকেই শুরু হয়েছে ‘উইম্যান টি-টোয়েন্টি চ্যালেঞ্জ’ নামে নারী আইপিএলের দ্বিতীয় পর্বের খেলা। যে টুর্নামেন্ট খেলতে এরই মধ্যে ভারতে উড়ে গিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা পেসার জাহানারা আলম। তিনি খেলবেন আসরের নতুন দল ভেলোসিটির হয়ে। উদ্বোধনী দিনে গতকাল রাত ৮টায় মাঠে নামে হারমানপ্রিত কৌরের নেতৃত্বাধীন সুপারনোভা এবং স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন ট্রেইলব্লেজার্সকে।
জাহানারা আলমের দল ভেলোসিটি খেলবে আজ ট্রেইলব্লেজার্সের বিপক্ষে। তাদের দলপতি ভারতীয় নারী ক্রিকেট দলের কিংবদন্তি খেলোয়াড় মিথালি রাজ। পরদিনই লিগপর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে সুপারনোভার মুখোমুখি হবে ভেলোসিটি। শীর্ষ দুই দলকে নিয়ে আগামী শনিবার হবে ফাইনাল ম্যাচ। এ টুর্নামেন্টের জন্য তিন দলে ১৩ জন করে মোট ৩৯ জন খেলোয়াড় আছেন। যেখানে প্রতি দলে ৪ জন করে রয়েছেন মোট ১২ জন বিদেশি খেলোয়াড়। ফলে দুই ম্যাচেই খেলবেন জাহানারা, তা নিশ্চিত করেই বলে দেয়া যায়। ১২ বিদেশি ছাড়াও ৪ অনভিষিক্ত খেলোয়াড়কেও রাখা হয়েছে তিন দলের স্কোয়াডে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট