চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আদালতে ঢলে পড়লেন সাবেক এসপি বাবুল আক্তার

অনলাইন ডেস্ক

১৪ মে, ২০২৪ | ১২:১৪ পূর্বাহ্ণ

আদালতে ঢলে পড়লেন সাবেক এসপি বাবুল আক্তার চট্টগ্রাম আদালতে অসুস্থ হয়ে পড়েছেন সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার। সোমবার (১৩ মে) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে এ ঘটনা ঘটে। পরে তিনি শারীরিকভাবে সুস্থতা বোধ করলে তাকে ফেনী কারাগারে নিয়ে যাওয়া হয়।

বাবুল আক্তারের আইনজীবী মামুনুল হক বলেন, বাবুল আক্তার কয়েকদিন ধরে জ্বরসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। আদালতে তিনি আসামির কাঠগড়ায় বেঞ্চে বসা ছিলেন। অসুস্থতার কারণে সেখানে তিনি ঢলে পড়েন। পরে স্বজনরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিছুটা সুস্থ করে তোলেন।

তিনি আরও বলেন, আজ বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণের ধার্য তারিখ ছিল। ফেনী কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। সাক্ষী হাজির না থাকায় আদালতে সাক্ষ্যগ্রহণ হয়নি। অসুস্থতার কারণে চট্টগ্রাম কারাগারে রাখার আবেদন জানানো হয়। আদালত তা না মঞ্জুর করে ফেনী কারাগারে পাঠানোর আদেশ দেন।

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট