আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে ডেলটা হেলথ কেয়ার চিটাগাং লিমিটেড চিটাগাং এর উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের দিবসটির প্রতিপাদ্য Our Nurses, Our Future. The economic power of care.
রবিবার (১২ মে) সকালে দিবসটি উপলক্ষে হাসপাতালে কর্মরত নার্সরা র্যালির আয়োজন করেন। র্যালির পর হাসপাতালের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ডেল্টা হেলথ কেয়ার চিটাগাং লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে নার্সেস দিবস উপলক্ষ্যে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র স্টাফ নার্স রাবেয়া খাতুন। প্রবন্ধে নার্সিং সেবার সূচনালগ্নে তৎকালীন প্রেক্ষাপটে ফ্লোরেন্স নাইটেঙ্গেলের কার্যক্রম এবং পরবর্তীকালে নার্সিং ইনিস্টিটিউট প্রতিষ্ঠা করতে তার অবদানের কথা স্মরণ করা হয়।
সভায় হাসপাতালের ডেলটা হসপিটালের পরিচালক ডা. কিউ এম অহিদুল আলম বলেন, বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে নার্সের সংখ্যা কম। তারপরও নার্সরা যথেষ্ট আন্তরিকতার সাথে সেবা দিয়ে যাচ্ছেন। তিনি নার্সদের উচ্চ শিক্ষা ও উন্নত ট্রেনিং-এর জন্য উৎসাহিত করেন।
সভাপতির বক্তব্যে হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল আলীম ‘আন্তর্জাতিক নার্স দিবস’ উললক্ষ্যে সকল নার্সদের শুভেচ্ছা জানান এবং সেবার মান বৃদ্ধিতে এই দিবস ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডেল্টা হেলথ কেয়ার চিটাগাং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আশরাফুল কবির ভূইয়া, ডা. মরতুজা রেজা হাসান, ডা. আবুল কালাম, ডা. এসএম ইফতেখারুল ইসলাম, ডা. কাজী শামীম আল মামুন, ডা. শামীমা হাসনাত ও ডা. সানজানা ইসলাম উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/জেইউ