বায়েজিদ থানার অভিযানে চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পাঁচটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ মে) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় সিনহা।
গ্রেপ্তাররা হলেন-মো. রিয়াজ উদ্দিন জাহেদ (২০), মো. জাকির হোসেন (২৬), মো. রহমত উল্লাহ (১৯) ও মো. রফিকুল ইসলাম প্র. সাগর (২০)।
ওসি সঞ্জয় সিনহা বলেন, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা একটি সঙ্গবদ্ধ চোরচক্রের এবং চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের সক্রিয় সদস্য। তারা চট্টগ্রাম থেকে চুরি করে পরবর্তীতে কক্সবাজার এলাকায় নিয়ে ইঞ্জিন ও চেসিস নম্বর ঘষামাজা করে পুনরায় বিক্রয় করে মর্মে জানায় ।
পূর্বকোণ/আরআর/পারভেজ