চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

সাংবাদিক রেজা মুজাম্মেলের পিতার ইন্তেকাল

অনলাইন ডেস্ক

১৩ মে, ২০২৪ | ৮:৫৯ অপরাহ্ণ

বাংলাদেশ প্রতিদিন চট্টগ্রাম ব্যুরোর নিজস্ব প্রতিবেদক রেজা মুজাম্মেলের পিতা মুহাম্মদ আবদুল কাদের সওদাগর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সোমবার ভোরে নগরীর আন্দরকিল্লাস্থ বাসায় ইন্তেকাল করেন।

 

মৃত্যুকালে তিনি চার পুত্র ও পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। সোমবার বাদে আছর পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের চাফঢ়ি গ্রামে জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

 

রেজা মুজাম্মেলের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন, মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় সভাপতি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহানগর সভাপতি আবু তৈয়ব, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাজীব ও সাংবাদিক নেতৃবৃন্দ । 

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট