সংযুক্ত আরব আমিরাতের রাজধানী শহর আবুধাবির শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এবছর ৩৬ জন এবং উত্তর আমিরাতের অঙ্গরাজ্য রাস আল খাইমাহর রাস আল খাইমাহ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ৩৪ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। মোট ৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬২ জন।
আবুধাবির শেখ খালিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কিরণ আখতার জানিয়েছেন, এবার সেখানকার মোট পরীক্ষার্থী ছিল ৩৬ জন। যার মধ্যে ‘এ’ পেয়েছেন ৮ জন, ‘এ মাইনাস’ পেয়েছেন ১০ জন, ‘বি’ আটজন আর ‘সি’ পেয়েছেন তিন জন। অকৃতকার্য হয়েছেন ৭ জন। পাশের হার ৮১ শতাংশ।
রাস আল খাইমাহ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শ্রী দেবি জানিয়েছেন, এবার সেখানকার মোট পরীক্ষার্থী ছিল ৩৬ জন। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন একজন, ‘এ’ পেয়েছেন ১৩ জন, ‘বি’ পেয়েছেন ১৯ জন। অকৃতকার্য হয়েছেন একজন। পাশের হার ৯৪ দশমিক ৪ শতাংশ।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই ইংরেজি মাধ্যমে পরীক্ষা দিয়েছেন।
পূর্বকোণ/বাপ্পি/জেইউ/পারভেজ