চট্টগ্রাম সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

পটিয়ার দুই চেয়ারম্যান প্রার্থীর মারামারি!

পটিয়া সংবাদদাতা

১১ মে, ২০২৪ | ১০:০৫ অপরাহ্ণ

আসন্ন পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (১১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকার একটি রেস্টুরেন্টের সামনে এই ঘটনা ঘটে।

 

জানা যায়, চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদি ও অপর চেয়ারম্যান প্রার্থী চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদারের মধ্যে এই ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের পটিয়ার সিনিয়র নেতৃবৃন্দ শনিবার বিকেলে নগরীর লালখান বাজার এলাকার একটি রেস্টুরেন্টে একক প্রার্থী দেওয়ার বিষয়ে একটি সমঝোতা বৈঠক করেন। তবে একক প্রার্থীর বিষয়ে কেউ কাউকে ছাড় না দেওয়ায় সে বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে পারেনি। বৈঠক শেষে রেস্টুরেন্টের সামনে বদিউল আলম ও দিদারুল আলমের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে দিদারুল আলম চেয়ারম্যান প্রার্থী বদিউল আলমকে থাপ্পড় মারেন। পরে বদিউল আলম তার এক অনুসারীকে নিয়ে দিদারুল আলমকে মারধর করেন।

 

খবরটি দ্রুত ছড়িয়ে পড়ার পর চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম দিদারের অনুসারী যুবলীগ, ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী সেখানে মারমুখী অবস্থান নেয়। অবশ্যই সিনিয়র নেতাদের হস্তক্ষেপের কারণে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।

 

এ ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার পূর্বকোণকে বলেন, বৈঠক শেষে বদিউল আলম বদি দলের সিনিয়র নেতৃবৃন্দকে গালাগালি করছিল। আমি প্রতিবাদ করায় তিনি আমাকেও গালিগালাজ করতে থাকেন। তবে কোন হাতাহাতি কিংবা মারামারির ঘটনা ঘটেনি।

 

এ বিষয়ে জানতে অপর চেয়ারম্যান প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদিকে ফোন করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

 

পূর্বকোণ/রবিউল/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট