
কাপ্তাই সড়কের কেংঘাট এলাকা থেকে বোতল ভর্তি চোলাইমদসহ সুমন দাশ (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ মে) তাকে মাদক আইনে মামলা করে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, শুক্রবার সন্ধ্যায় কাপ্তাই থানার একদল পুলিশ টিম চিৎমরম কিয়াংঘাট থেকে ১২ লিটার চোলাইমদসহ এক যুবককে আটক করে।
পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ