রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের একটি সেলুন দোকানে ভাঙচুর ও নর সুন্দরকে হামলার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ মে) সকাল ১১টার দিকে শিলছড়ি ভেলুয়া পাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো- আব্দুল শুক্কুর (৪০) ও আলমগীর (৪০)। তারা দুজন কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শীলছড়ি এলাকার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ মে) দুপুরে শিলছড়ি বাজার থেকে স্থানীয় রফিকুল ইসলাম (৩৫) বাসায় যাচ্ছিল। পূর্ব শত্রুতার জের ধরে আব্দুল শুক্কুর ও আলমগীর লাঠি সোঠা নিয়ে রফিককে হামলা করে। রফিক আত্মরক্ষার জন্যে সেলুন দোকানদার তরুণ মজুমদার প্রকাশ রিপনের দোকানে আশ্রয় নেয়। এরপর দুই আসামি ওই সেলুনের দোকানে ভাঙচুর চালিয়ে দোকানে থাকা টাকা ও চুল কাটার মেশিন নিয়ে যায়। মারামারি থামাতে গিয়ে সেলুন দোকানদার রিপন শিল (৫০), পার্শ্ববর্তী দোকান ব্যবসায়ী খোকন দাশ (৫৫), রফিকুল ইসলাম ও আসামি আব্দুল শুক্কুর (৪০) আহত হয়।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম (ওসি) জানান, এ ঘটনায় সেলুন দোকানদার তরুন মজুমদার গতকাল শুক্রবার বাদী হয়ে কাপ্তাই থানায় একটি মামলা দায়ের করেন। আজ শনিবার জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর/পারভেজ