চট্টগ্রাম সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় ১ হেক্টর সরকারি বনভূমি উদ্ধার

চকরিয়া সংবাদদাতা

৭ মে, ২০২৪ | ১১:১৮ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে সংরক্ষিত বনভূমিতে নির্মিত পাঁচটি ঝুপড়ি ঘর উচ্ছেদ ও এক হেক্টর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ।

 

মঙ্গলবার (৭ মে) দুপুরে কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা বনবিট এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

 

জানা যায়, ২০২৩-২০২৫ অর্থবছরে কাকারা বনবিট এলাকায় ২৫ হেক্টর বনভূমিতে স্বল্পমেয়াদী বনায়নের লক্ষ্যে বনবিভাগ ঝোপ-জঙ্গল পরিষ্কার করে। এসব বনভূমিতে চারা লাগানোর জন্য নার্সারিও করা হয়। স্থানীয় কিছু দুর্বৃত্ত ওইসব এলাকায় রাতারাতি অবৈধভাবে পাঁচটি ঝুপড়ি ঘর নির্মাণ করে দখলের চেষ্টা চালায়। এছাড়া তারা নার্সারির চারাও নষ্ট করে দেয়।

 

বনবিভাগের লোকজন খবর পেয়ে রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিনের নেতৃত্বে একদল বনকর্মী অবৈধভাবে নির্মিত ঘর উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

 

ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দিন বলেন, বনভূমি দখল করে ঘর নির্মাণের খবর পেয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। দখলবাজ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট