কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি এক্সনোহা হাইব্রিড গাড়ি জব্দ করা হয়।
শনিবার (৪ মে) বিকাল ৪টার দিকে রামু উপজেলা পরিষদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হল- কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদ পশ্চিম লারপাড়া বাসটার্মিনাল এলাকার আবুল হাশেমের ভাড়াটিয়া মতিউর রহমানের ছেলে জাহেদ হাসান রাশেল (৩০) ও ১০ নম্বর ওয়ার্ড নতুন বাহারছড়া এলাকার অজিত শর্মার ছেলে লিটন শর্মা।
উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬০ লাখ টাকা বলে জানিয়েছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। তাদের দেহ ও গাড়ি তল্লাশি করে গাড়ির সিটের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। পাশাপশি ইয়াবা বহনের কাজে ব্যবহৃত এক্সনোহা হাইব্রিড গাড়িটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/নীতিশ/জেইউ/পারভেজ