চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাজস্থলীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমি খিয়াং

রাজস্থলী সংবাদদাতা

৪ মে, ২০২৪ | ৪:৫৯ অপরাহ্ণ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় পর্যায়ে রাঙামাটির রাজস্থলী উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা মহিলা যুবলীগের সভানেত্রী গৌতমি খিয়াং। তিনি টানা দু’বার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্যা নির্বাচিত হয়েছেন।

 

দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিসহ সামাজিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছেন। তিনি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেওয়ার পর আর কোন প্রার্থী না থাকায় জেলা রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গৌতমি খিয়াংকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

 

তিনি বলেন, আমাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় আমি রাজস্থলী উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট