চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারে সাইফুল বাহিনীর প্রধান গ্রেপ্তার

কক্সবাজার সংবাদদাতা

৩ মে, ২০২৪ | ১১:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারের বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতি ও ছিনতাই মামলার সাথে জড়িত ‘সাইফুল বাহিনী’র নেতা সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পর্যটন পুলিশ।

 

শুক্রবার (৩ মে) রাত ১০টার দিকে শহরের সুগন্ধা বিচ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার সাইফুল ইসলাম কক্সবাজার সদর থানার সমিতিপাড়া এলাকার বাসিন্দা সুলতানের ছেলে।

 

পুলিশ জানায়, সাইফুলকে একাধিক ডাকাকি মামলায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। গত ৩০ এপ্রিল কক্সবাজার সদর মডেল থানার মামলা নং ৮০/৩১২ এর আওতায় দণ্ডবিধানের ৩৯৯/৪০২ ধারা (ডাকাতি ও চুরি) সম্পর্কিত মামলায় তাকে খোঁজা হচ্ছিল।

 

কক্সবাজার পর্যটন পুলিশ রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ বলেন, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমরা সাইফুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও পর্যটন পুলিশ এভাবেই অপরাধ দমনে কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশ্বাস দেন।

 

 

পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট