চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সাতকানিয়ায় মাটি কাটায় দু’জনকে দেড় লাখ টাকা জরিমানা

সাতকানিয়া সংবাদদাতা

৩ মে, ২০২৪ | ১২:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় বৈদ্যুতিক খুঁটির ও রাস্তার পাশে মাটি কাটায় দু’জনকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের দেড় লাখ টাকা জরিমানা করা হয় ।

বৃহস্পতিবার (২ মে) উপজেলার এওচিয়া ইউনিয়নে ছনখোলা এলাকায় ভাম্যমাণ আদালত পরিচালনা করে এই অর্থদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস। এ সময় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সাল উপস্থিত ছিলেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার এওচিয়া ইউনিয়নে ছনখোলা এলাকায় মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সরকারি বৈদ্যুতিক খুঁটি ও রাস্তার পাশে মাটি কাটার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে কিরণ সিকদারকে এক লাখ টাকা ও আহমদ কবিরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, অবৈধভাবে মাটি কাটায় দুইব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট