চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

রাঙামাটিতে হঠাৎ বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের, আহত ৭

নিজস্ব প্রতিবেদক

২ মে, ২০২৪ | ২:৩৬ অপরাহ্ণ

রাঙামাটির পৃথক স্থানে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আরও ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের নাম-পরিচয় পাওয়া যায় নি।

 

বৃহস্পতিবার (২ মে) সকাল ৯টায় সদরের সিলেটিপাড়া ও বাঘাইছড়ির মুসলিম ব্লক এবং সাজেকের ব্যাটেলিং লং টিয়াংপাড়ায় এ ঘটনা ঘটে।

 

বজ্রপাতে নিহতরা হলেন- বাঘাইছড়ির মুসলিম ব্লক এলাকার বাহার জান (৬০), সিলেটিপাড়া এলাকার মো. নজির আহমেদ (৫০) ও চুনি বালা ত্রিপুরা (৩৭)।

 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিলেটি পাড়ায় কাপ্তাই হ্রদে মাছ ধরার সময় ব্রজপাতে গুরুতর আহত হয় নজির আহমেদ। পরে তকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সাজেকের ব্যাটেলিং লং টিয়াংপাড়ায় চুনি বালা ত্রিপুরা বজ্রপাতের আঘাতে নিহত হয়েছেন। একই সময়ে সেখানে একটি গরুও মারা গেছে।

 

অপরদিকে, বাঘাইছড়ির মুসলিম ব্লক এলাকায় বাড়ি থেকে বের হয়ে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই বাহার নামে একজনের মৃত্যু হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট