চট্টগ্রাম রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

পরিবহন ধর্মঘটে অচল বান্দরবান, যাত্রীরা বিপাকে

বান্দরবান প্রতিনিধি

২৮ এপ্রিল, ২০২৪ | ৮:৪৫ অপরাহ্ণ

পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে পার্বত্য চট্টগ্রামের বান্দরবান। সকাল থেকে বান্দরবান, কেরানিরহাট, চট্টগ্রাম, বান্দরবান কক্সবাজারসহ বান্দরবান রাঙামাটি সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। সাধারণ যাত্রীরা পড়েছেন বিপাকে।

 

হালকা যানবাহন চলাচল করায় দ্বিগুণ ভাড়া দিয়ে তারা গন্তব্য যাচ্ছেন। সড়কে যানবাহনের সংকট রয়েছে। প্রয়োজন অনুযায়ী যানবাহন না থাকায় যাত্রীরা মোটরসাইকেল ট্যাক্সিসহ হালকা যানবাহন দিয়ে গন্তব্যে যাচ্ছেন।

 

খোঁজ নিয়ে জানা গেছে, পরিবহন শ্রমিকদের উপর হামলার ঘটনার প্রতিবাদে সকাল থেকে দক্ষিণ চট্টগ্রামে এই পরিবহন ধর্মঘট চলছে। এর অংশ হিসেবে বান্দরবানের সাথে সারাদেশের দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কয়েকটি বাস আসলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত বান্দরবান শহর থেকে কোন যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। বাস স্টেশনে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

পরিবহন শ্রমিক নেতা ঝন্টু দাশ জানিয়েছেন, ঢাকায় পরিবহন শ্রমিকদের উপর হামলার ঘটনার প্রতিবাদে পরিবহন শ্রমিক সংগঠনগুলো এই ধর্মঘটে ডাক দিয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট