চট্টগ্রাম রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

পরিবহন ধর্মঘটে হাটহাজারীর যাত্রীদের দুর্ভোগ

হাটহাজারী সংবাদদাতা

২৮ এপ্রিল, ২০২৪ | ৭:১৬ অপরাহ্ণ

পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে চট্টগ্রামের হাটহাজারী। সকালে হাটহাজারী থেকে যাত্রীবাহী কোন বাস চট্টগ্রামে ছেড়ে যাইনি। বাসগুলি সারিবদ্ধভাবে বাস স্টেশনে দাঁড়িয়ে আছে। এতে করে সাধারণ যাত্রীরা পড়েছেন বিপাকে।

 

সিএনজিচালিত অটোরিকশা চলাচল করলেও দ্বিগুণ ভাড়া দিয়ে তারা গন্তব্য যাচ্ছেন। সড়কে যানবাহনের সংকটের কারণে যাত্রীরা বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এতে করে যাত্রীরা বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন করে তাদের গন্তব্যে যাচ্ছেন।

 

জানা যায়, পরিবহন শ্রমিকদের উপর হামলার ঘটনার প্রতিবাদে সকাল থেকে হাটহাজারীতে এই পরিবহন ধর্মঘট চলছে। এর অংশ হিসেবে হাটহাজারীর সাথে সারাদেশের দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট