চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে মিয়ানমার সেনাবাহিনীর বুলেটসহ ২ রোহিঙ্গা আটক

টেকনাফ সংবাদদাতা

২৮ এপ্রিল, ২০২৪ | ৫:২২ অপরাহ্ণ

মিয়ানমার সেনাবাহিনীর ১৭ রাউন্ড জি থ্রি রাইফেলের বুলেটসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে হাইওয়ে পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের নয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. ইসলামের ছেলে কেফায়েত উল্লাহ (১৯) ও নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুস সালামের ছেলে আনোয়ার মোস্তফা (১৮)।

 

হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. খাইরুল আলম জানান, টেকনাফ থেকে কক্সবাজারমুখী পায়রা সার্ভিসের একটি যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি করে হোয়াইক্যং থানা পুলিশ। এক পর্যায়ে যাত্রীর আসনে থাকা দু’জন যুবককে সন্দেহজনক মনে হলে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় কেফায়েত উল্লাহর কোমরে বাঁধা কালো রংয়ের ব্যাগ থেকে গুলিগুলো জব্দ করা হয়। অবৈধ বুলেট রাখায় ওই রোহিঙ্গা যাত্রী ও তার সহযাত্রী আনোয়ার মোস্তফাকে আটক করা হয়। এ বিষয়ে টেকনাফ মডেল থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা স্বীকার করেছে- রোহিঙ্গা ক্যাম্পের জন্য তারা এসব বুলেট মিয়ানমার থেকে এনেছিল।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট