চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে অপহরণ চক্রের ২ সদস্য ধরা

টেকনাফ সংবাদদাতা

২৭ এপ্রিল, ২০২৪ | ৩:১১ অপরাহ্ণ

টেকনাফের বাহারছড়া শীলখালী এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৭ এপ্রিল) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। 

 

গ্রেপ্তারকৃতরা হলো- উত্তর শীলখালী গ্রামের মৃত অলী চাঁনের ছেলে বাহাদুর (২৮) ও একই গ্রামের মোজাহেরুল ইসলাম প্রকাশ গুরুতাইন্না মাইজ্জার ছেলে বাবুল্যা (৩২)। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি জানান, আজ ভোরে বাহারছড়া শীলখালী এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা টেকনাফের বিভিন্ন স্থান থেকে মানুষ অপহরণ করে পাহাড়ে নিয়ে গিয়ে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে। দু’জন হেলাল, মোর্শেদ ও বদরুজ সিন্ডিকেটের সদস্য বলে স্বীকার করেছে। 

সম্প্রতি ১০ জন কৃষক অপহরণের ঘটনায় টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। ওই মামলায় ইতিপূর্বে আটক ৩ জনই আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট