দক্ষিণ লেবাননে অবস্থিত হিজবুল্লাহর ৪০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইসরায়েল। বুধবার (২৪ এপ্রিল) এই হামলার দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। দুই দেশের সীমান্তে প্রায় প্রতিদিনই গুলি বিনিময়ের ঘটনা ঘটছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, কিছুক্ষণ আগে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর হামলার পরিপ্রেক্ষিতে তাদের ৪০টি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়েছে। বাহিনীটি আরও জানিয়েছে, দক্ষিণ লেবাননের আইতা আল-শাবের আশেপাশে এই হামলা চালানো হয়েছে।
পূর্বকোণ/আরআর/পারভেজ