কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেয়া আট প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এর পরপরই প্রচার-প্রচারণায় মাঠে নেমেছে প্রার্থীরা।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিনের কার্যালয়ে প্রার্থীদের প্রতীক ঘোষণা করা হয়।
প্রথম ধাপে অনুষ্ঠেয় উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান দুইসহ আট প্রার্থী অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছিলেন।
বরাদ্দকৃত প্রতীক হল, চেয়ারম্যান পদে অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী মোটর সাইকেল, ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম ঘোড়া এবং আছহাব উদ্দিন সিকদার আনারস।
ভাইস চেয়ারম্যান পদে আকবর খাঁন উড়োজাহাজ, যুবলীগ নেতা জুনাইদুল হক চশমা ও আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন তালুকদার বই প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছৈয়দা মেহেরুন্নেছা পেয়েছেন ফুটবল ও হাসিনা আক্তার পেয়েছেন কলসি।
এদিকে মনোনয়নপত্রে কোনো ধরনের ত্রুটি না থাকায় ও কোন প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার না হওয়ায় সকলেই মাঠে রয়েছেন বলে জানান কুতুবদিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম।
উল্লেখ্য, প্রথম ধাপে অনুষ্ঠেয় ষষ্ঠ কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচন আগামী ৮ মে ইভিএমে অনুষ্ঠিত হবে।
পূর্বকোণ/হাছান/জেইউ/পারভেজ