চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক নিহত

সীতাকুণ্ড সংবাদদাতা

২২ এপ্রিল, ২০২৪ | ১১:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় সম্পদ দাস (৩২) নামে এক নসিমনচালক নিহত হয়েছেন।

 

সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সম্পদ দাস ওই এলাকার চিত্তরঞ্জন দাসের ছেলে। এই ঘটনায় কাভার্ডভ্যান ও নসিমন দু’টিই জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

 

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে নসিমনটি উল্টো পথে আসছিল। এ সময় একটি কাভার্ডভ্যান নসিমনটিতে ধাক্কা দেয়। এতে নসিমনটি দুমড়ে-মুচড়ে যায় এবং নছিমনের চালক কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

বার আউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, দুর্ঘটনার খবর শুনে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহত নসিমনচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কাভার্ডভ্যান ও নসিমন আটক রয়েছে।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট