চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

ট্রাকের ধাক্কায় বাইকচালকের মৃত্যু চকরিয়ায়

চকরিয়া সংবাদদাতা

২২ এপ্রিল, ২০২৪ | ৭:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় তেলবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক হাবিব হোছাইন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় অপর দুই আরোহী আহত হয়। তাৎক্ষণিক আহতদের নামপরিচয় জানা যায়নি।

 

সোমবার (২২ এপ্রিল) বিকাল ৪টার দিকে মহাসড়কের চকরিয়া পৌরসভার মৌলভীরকূম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত হাবিব উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড চরণদ্বীপ টিইক্কাদিয়া পাড়ার মো. জসিম উদ্দিনের ছেলে। আহত দুইজনই চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

 

প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বিকাল ৪টার দিকে মহাসড়কের মৌলভীরকূম এলাকায় কক্সবাজারগামী একটি তেলবাহী ট্রাক (ভাউচার) সামনের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মারা যায় হাবিব। আহত হয় আরও দুই আরোহী।

 

চিরিঙ্গা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মাহবুবুল হক ভূঁইয়া বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। চালক-হেলপার পালিয়েছে।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট