চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

পেকুয়ায় ডেন্টাল চেম্বারে কর্মচারীর ঝুলন্ত লাশ

পেকুয়া সংবাদদাতা

২২ এপ্রিল, ২০২৪ | ৬:৫২ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়া বাজারে দাঁতের চিকিৎসক সৈয়দ এম এ মুসার চেম্বার থেকে শাখাওয়াত হোসাইন (২৭) নামে এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

সোমবার (২২ এপ্রিল) বিকাল ৩টার দিকে ওই বাজারের কেয়া ডেন্টাল ক্লিনিক থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় কেয়া ডেন্টাল ক্লিনিকের মালিক ডেন্টিস্ট সৈয়দ এম এ মুসা চেম্বারে ছিলেন না।

 

মৃত শাখাওয়াত হোসাইন টইটং ইউনিয়নের সোনাইছড়ি কইডারপাড়া ৮ নম্বর ওয়ার্ড এলাকার মৃত্যু শফিউল্লাহর ছেলে। তিনি ওই ক্লিনিকের কর্মচারী বলে জানা গেছে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে এ রিপোর্ট লিখা পর্যন্ত জানা যায়নি। ঘটনার কারণ খুঁজতে পুলিশ ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে।

 

পুলিশ ক্লিনিকের সিসিটিভি ডিভাইস জব্দ করে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে জানিয়েছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস।

 

 

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট