চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে দু’জনকে গ্রেপ্তার করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২১ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টায় উপজেলার কালিয়াইশ ইউনিয়নের পাঠানীপুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার নলুয়া ইউনিয়নের মরফলা এলাকার মোহাম্মদ আলাউদ্দীনের ছেলে আবুল কালাম (৪২) এবং লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বাগমারা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে এরশাদ হোসাইন (৩৮)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস বলেন, কৃষি জমির টপসয়েল কাটার খবর পেয়ে উপজেলার কালিয়াইশ ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় টপসয়েল কাটার সময় দু’জনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় আটক দু’জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর/এসি