চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

শিল্পকলায় রবীন্দ্রসঙ্গীত উৎসব শুরু

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৪ | ১২:৩৩ অপরাহ্ণ

জমকালো আয়োজনে শিল্পকলায় শুরু হয়েছে দু’দিন ব্যাপী রবীন্দ্রসঙ্গীত উৎসব। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধনী দিনে ঢাকা এবং চট্টগ্রামের খ্যাতিমান রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবের আয়োজন করে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা চট্টগ্রাম বিভাগীয় শাখা।

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি সাজেদ আকবর। বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা চট্টগ্রাম বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক লাকী দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. মকবুল হোসেন, রবীন্দ্রশিল্পী সালমা আকবার, অনিরুদ্ধ সেনগুপ্ত এবং শুভাগত চৌধুরী। বাচিক শিল্পী প্রবীর পালের সঞ্চালনায় এসময় প্রদীপ প্রজ্জ্বলন করেন অতিথিরা।

 

উপস্থিত অতিথিরা বলেন, রবীন্দ্রনাথ হচ্ছে বাঙালির বাতিঘর। রবীন্দ্রসঙ্গীত মনের মালিন্য দূর করে। রুচিশীল মানুষ তৈরি করে। উন্নত প্রজন্ম গড়ে তুলতে সাহায্য করেন। সাহিত্যের সব অঙ্গনে রবীন্দ্রনাথের পদচারণা রয়েছে। তাই রবীন্দ্রসঙ্গীত চর্চা অনেক দূর এগিয়ে যাক তরুণ প্রজন্মের হাত ধরে। আলোচনা পর্ব শেষে শিল্পী মামুন জাহিদ খান, রাবেয়া আক্তার, গোলাম হায়দার, মীরা মন্ডল এবং চট্টগ্রাম বিভাগীয় শাখার শিল্পীরা একে একে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন।

 

আজকের উৎসব: উৎসবের ২য় দিনে আজ শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। এরপর সন্ধ্যা ৬টায় সঙ্গীতের আসর বসবে। সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী সালমা আকবর, মকবুল হোসেন, সাজেদ আকবর, অনিরুদ্ধ সেনগুপ্ত, নুসরাত জাহান রুনা এবং চট্টগ্রাম বিভাগীয় শাখার শিল্পীরা।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট