চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

হকার ও শহর নোংরাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: মেয়র রেজাউল

অনলাইন ডেস্ক

১৮ এপ্রিল, ২০২৪ | ৯:২৫ অপরাহ্ণ

হকার উচ্ছেদ, ব্যাটারিরিকশা ও শহর নোংরাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে লালদীঘি পাড়ে দুর্যোগ ব্যবস্থাপনা ভবনের সম্মেলন কক্ষে চসিকের ৩৯তম সাধারণ সভায় এ ঘোষণা দেন তিনি।

এ সময় মেয়র রেজাউল বলেন, নগরবাসী রাস্তায় নিরাপদে হাটার অধিকার ফিরিয়ে দিতে নিউমার্কেটসহ বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছি। ঈদের সময় একটু নমনীয়তা দেখিয়েছি। এখন আবারও ফুটপাত-সড়ক উদ্ধারে অভিযান চলবে। এছাড়া শহরে যততত্র ময়লা ফেলে পরিবেশ নোংরাকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে একজন ডেডিকেটেড ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে। যার কাজ হবে শুধু যাদের বাসা-দোকান-অফিসের সাথে ময়লা পাওয়া যাবে তাদের জরিমানা করা। 

ফুটপাত উদ্ধার কার্যক্রম শেষ হলে পরবর্তীতে ব্যাটারিরিকশা নিয়ন্ত্রণে অভিযান চালানোর কথা জানিয়েছেন মেয়র। সভায় একাধিক কাউন্সিলর ব্যাটারি রিকশার তিক্ততার কথা তুলে ধরলে প্রত্যুত্তরে মেয়র এ কথা জানান।

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, প্যানেল মেয়র, কাউন্সিলরসহ চসিকের বিভাগীয় ও শাখা প্রধান এবং নগরীর বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট