চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কাপ্তাইয়ে ফুল ভাসিয়ে বিজু উৎসবের উদ্বোধন

কাপ্তাই সংবাদদাতা

১২ এপ্রিল, ২০২৪ | ১:৫১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ের তনচংগ্যা সম্প্রদায়ের নর-নারীরা কর্ণফুলী নদীতে ফুল ভাসিয়ে বিজু উৎসব পালন করছেন। শুক্রবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে তনচংগ্যা সম্প্রদায়ের লোকজন ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে নদীতে ফুল ভাসিয়ে দিনটির শুভ সূচনা করেন।

 

পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা সাংসদ জ্বরতী তনচংগ্যা এই বিজু উৎসবের উদ্বোধন করেন। এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, ১০০ নম্বর ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, বাংলাদেশ তনচংগ্যা কল্যাণ সংস্থা কাপ্তাই অঞ্চল কমিটির সভাপতি অজিত কুমার তনচংগ্যা, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম নির্মল চন্দ্র তনচংগ্যা, অবসরপ্রাপ্ত ব্যাংকার অমল বিকাশ তনচংগ্যা, সামাজিক ব্যক্তিত্ব লাকি তঞ্চঙ্গ্যা, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, বিজু উৎসবের তিন দিনের মধ্যে ফুল বিজু প্রথমদিন। ফুল বিজু শুরু হয় বসন্তের শেষ দিকে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চৈত্র মাসের ২৯ তারিখ অর্থাৎ বছর শেষ হওয়ার একদিন আগে। এইদিন খুব ভোরে ঘুম থেকে উঠে আনন্দের সহিত হরেক রকমের ফুল তোলা হয়। ওই সময় বাড়ির আঙ্গিনায় ফোঁটা ফুল সবার জন্য উন্মুক্ত থাকে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট