কক্সবাজারের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের দু’টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত কাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় শুরু হবে।
প্রথম জামাতে ইমামতি করবেন কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা মাহমুদুল হক এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান জামে মসজিদের খতিব মাওলানা সোলাইমান কাসেমী।
জেলা প্রশাসকের সভাপতিত্বে এক প্রস্তুতি সভায় জানানো হয়, প্রতিটি জামাতে ৮ হাজারেরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। বর্ষার সম্ভাবনা মাথায় রেখে প্যান্ডেলে ত্রিপলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও নিরাপত্তায় উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষনিক নজরদারিতে থাকবেন। মেডিকেল টিম প্রস্তুত থাকবে এবং কোনো মুসল্লি অসুস্থ হলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া যাবে।
মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত সুপেয় পানির ব্যবস্থা করা হবে। অতিরিক্ত তাপমাত্রার কথা চিন্তা করে প্যান্ডেলে ১৫০ টিরও বেশি ফ্যান লাগানো হচ্ছে। এছাড়াও ১০টি স্ট্যান্ড ফ্যান ও ১০টি এয়ারকুলারের ব্যবস্থা করা হবে। প্রত্যেক মুসল্লির জন্য আতর, পানি, খেজুর এবং টিস্যু উপহারের ব্যবস্থা রয়েছে।
১৮-২০ ফুট উচ্চতা সম্পন্ন বিশাল প্যান্ডেলের নির্মাণ কাজ প্রায় শেষের পথে। প্যান্ডেলের আয়তন প্রায় ৬০ হাজার বর্গফুট। ঈদ উপলক্ষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সার্বক্ষনিক নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে।
ঈদুল ফিতরের জামাত সুন্দর ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে একটি ১১ সদস্যের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। কমিটিটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য ঈদের জামাতের সার্বিক প্রস্তুতি মনিটরিং করবে।
পূর্বকোণ/পারভেজ