চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ঈদ মোবারক

জাহিদ তানছির

১০ এপ্রিল, ২০২৪ | ২:৪৪ অপরাহ্ণ

আকাশে উঠলো চাঁদ
ভাঙলো খুশির বাঁধ,
ঈদ আনন্দ ভরিয়ে দিলে
সকল দুঃখ অবস্বাদ।

ধনী-গরিব নেই ভেদাভেদ
ভুলে সবে হিংসা-জেদ,
চেনা-জানা সকল স্বজন
ভিন্ন এক প্রাণের সম্মিলন।

রোজার শেষে ঈদ এলো
আত্মশুদ্ধি শিখিয়ে দিলো,
জোয়ান-বুড়োর কোলাকুলি
ধর্ম বর্ণের বিভেদ ভুলি।

ঘরে ঘরে খুশির ঈদ
মানবতার দিলো তাগিদ,
মন মাতানো এই দিনে
আত্মার গভীরতায় মানুষ চিনে।

শপথ নেই এমন ক্ষণে
পরের তরে নিজের ত্যাগ,
আপন স্বার্থ ভুলে গিয়ে
এতেই হবে সুখের আবেগ।

ভিতর বাহির শুদ্ধতায় সাজে
উচ্ছ্বাস দোলে মনের মাঝে,
খোদা তায়ালার অসীম তবারক
খুশির আবহে ঈদ মোবারক।

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট