চট্টগ্রাম শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

মাদক রাখার দায়ে যুবকের একমাসের সাজা

সাতকানিয়া সংবাদদাতা

৮ এপ্রিল, ২০২৪ | ৭:৩৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় মাদকসহ মো. বেলাল হোসাইন (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের মরফলা বাজার এলাকায় এই দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।

 

গ্রেপ্তার মো. বেলাল হোসাইন নলুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মৈশামুড়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।

 

ইউএনও বলেন, বেলাল নামে এক ব্যক্তিকে ইয়াবা বহনরত অবস্থায় পুলিশ হাতে গ্রেপ্তার কবে। এসময় সে স্বেচ্ছায় দোষ স্বীকার করে আদালতের নিকট ক্ষমা প্রার্থনা করেন। পরবর্তীতে আসামিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। চট্টগ্রাম জেলা কারাগারে প্রেরণের নিমিত্তে জেল পরোয়ানামূলে সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট