
বিএনপি কোনো দিন ক্ষমতায় আসার সুযোপ পেলে গণতন্ত্রের পাশাপাশি দেশটাকেও ‘গিলে খাবে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘শুধু মনে রাখবেন এই দল ক্ষমতায় গেলে বাংলাদেশের সার্বভৌমত্ব গিলে খাবে, এই দল ক্ষমতায় গেলে বাংলাদেশের গণতন্ত্র গিলে খাবে, এই দল ক্ষমতায় গেলে বাংলাদেশের মানুষের নিরাপত্তা গিলে খাবে। এই দল ক্ষমতায় গেলে গোটা বাংলাদেশ গিলে খাবে। কাজে এদের ব্যপারে সতর্ক থাকতে হবে, সতর্ক থাকবেন সাবধান থাকবেন।’
শনিবার (৬ এপ্রিল) দুপুরে মতিঝিলের টিঅ্যান্ডটি কলোনি মাঠে যুবলীগ আয়োজিত দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে কথা বলছিলেন কাদের।
তিনি বলেন, ‘বিএনপি শক্তিহীন হয়ে পড়েছে, শক্তি যখন কমে যায় মুখের বিষ বেড়ে যায়। শক্তি কমে গেছে, নির্বাচন ঠেকাতে পারেনি, শক্তি কমে গেছে আন্দোলনে ব্যর্থ হয়েছে।’
বিএনপি মহাসবিচ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে কাদের বলেন, ‘প্রতিদিন ঘুম থেকে উঠে দেখি প্রত্রিকায় ফখরুলের বক্তব্য। বলে… দেশে এক ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কোথায়? বাংলাদেশে একটা লোক না খেয়ে মরেছে? কষ্ট আছে, সংকট আছে, কিন্তু ভয়াবহ কোন সংকট এখানে নেই। দুনিয়ার অনেকে দেশের চেয়ে আমরা ভালো আছি।’
পূর্বকোণ/পিআর