মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেট ফোরাম (পিসিডিএফ) নবীন বিতার্কিকদের নিয়ে আয়োজন করে ‘পিসিডিএফ ডিবেটার হান্ট ২.০’।
মাসব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে ছিল নতুন সদস্য সংগ্রহ, বিতর্ক কর্মশালা এবং নবীনদের জন্য পাবলিক স্পিকিং কম্পিটিশন।
শনিবার (৩০ মার্চ) ইউনিভার্সিটি ক্যাম্পাসে কম্পিটিশনটি শুরু হয়। এতে অংশগ্রহণ করে নবীন বিতার্কিকদের ছয়টি টিম।
যেখানে বিচারক হিসেবে ছিলেন পিসিডিএফ এর সাবেক কনভেনর মিজানুল হক, সাবেক কো-কনভেনর ফাহমিদা হক সিনথিয়া ও সাবেক বিতার্কিক আবু হুরাইরা বিষ্ময়।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পিসিডিএফ এর কো-অর্ডিনেটর নাজিফ হাসান চৌধুরী, কো-অর্ডিনেটর প্যানেল মেম্বার রিজভী আনোয়ার, কনভেনর আসফিউল ইনকিয়াদ, দপ্তর সম্পাদক নুরুন্নবী সুমন, সহ-অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক তমা চৌধুরী, সিনিয়র বিতার্কিক মহিউদ্দিন মারুফ, আসমা উল হুসনাসহ ফোরামের সকল সদস্যরা।
পাবলিক স্পিকিংয়ের টপিক ছিল ‘স্বাধীনতা-সাম্য-সম্প্রীতি ও তারুণ্যের ভাবনায় বাংলাদেশ। এতে প্রথম স্থান অর্জন করে টিম ‘জয়যাত্রা’ দ্বিতীয় স্থান অর্জন করে টিম ‘অদম্য ৭১’ এবং তৃতীয় স্থান অর্জন করে টিম ‘যুগান্তর’।
এ সময় বিচারক, পিসিডিএফ কো-অর্ডিনেটর প্যানেল সদস্য ও পিসিডিএফ কার্যকরী কমিটির উপস্থিতিতে বিজয়ীদের পুরস্কার এবং সকল টিমকে সার্টিফিকেট প্রদান করা হয়।
পূর্বকোণ/জেইউ/পারভেজ