চট্টগ্রামের বাঁশখালী পুকুরিয়ায় অভিযান চালিয়ে অবৈধভাবে শঙ্খ নদীর বালু উত্তোলন করে কৃষি জমি ভরাট কাজে ব্যবহৃত দুই হাজার মিটার প্লাস্টিক পাইপ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পুকুরিয়ার ৮ নম্বর ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক ভূঁইয়া।
তিনি বলেন, শঙ্খ নদী থেকে বালু উত্তোলন করে কৃষি জমি ভরাটের খবর পেয়ে অভিযান চালানো করা হয়। এ সময় বালু উত্তোলনে জড়িত কাউকে পাওয়া যায়নি। উত্তোলন কাজে ব্যবহৃত ২ হাজার মিটার পাইপ জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দকৃত পাইপ পুকুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসহাব উদ্দিনের জিম্মায় দেয়া হয়েছে। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের হবে।
পূর্বকোণ/অভি/জেইউ/পারভেজ