চট্টগ্রাম রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বিছানার নিচে অস্ত্র-ইয়াবা, আকবরশাহে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩১ মার্চ, ২০২৪ | ১২:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের আকবরশাহ এলাকা থেকে অস্ত্র-কার্তুজ-ইয়াবাসহ মো. জুয়েল (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জুয়েল কুমিল্লা বাংগড়া থানার খৈয়াখালী এলাকার মৃত তোফাজ্জাল হোসেনের ছেলে।

 

শনিবার (৩০ মার্চ) আকবরশাহ থানাধীন ১ নম্বর ঝিল এলাকার একটি বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, গতকাল শনিবার গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানাধীন ১ নম্বর ঝিল এলাকার একটি বসতবাড়ি থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার বিছানার নিচ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড কার্তুজ এবং ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার নামে আকবর শাহ থানায় অস্ত্র এবং মাদক আইনে দুটি মামলা রয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন