চট্টগ্রাম সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

বায়েজিদে ছিনতাইয়ের সময় একজনকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ, ২০২৪ | ৫:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বায়েজিদে একব্যক্তিকে ছিনতাইয়ের সময় ছুরিকাঘাতের ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি চাকু উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- মো. সুজন (২০) ও মোহাম্মদ সোলাইমান সাগর (২৩)।

 

শুক্রবার (২৯ মার্চ) নগরীর আমিন কলোনি ও আতুরার ডিপো এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা। তিনি বলেন, ২৭ মার্চ রাতে তিন রাস্তার মোড়ে ইয়ানছিন আকতার নামে একব্যক্তির কাছ থেকে ৪ জন ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তিনি বাঁধা দিলে তারা চাকু দিয়ে তাকে আহত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ফার্মেসিতে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তিনি থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ আমিন কলোনি মাঠ থেকে সুজনকে ও আতুরার ডিপো এলাকা থেকে মোহাম্মদ সোলাইমান সাগরকে গ্রেপ্তার করে।

 

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে এ ঘটনায় ব্যবহৃত চাকুটি আমিন শাহী মসজিদের পূর্ব পাশের ড্রেন থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও ২ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট