চট্টগ্রাম সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

কাশ্মীরে যাত্রীবাহী গাড়ি গভীর খাদে পড়ে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মার্চ, ২০২৪ | ১:৩৩ অপরাহ্ণ

ভারতের জম্মু কাশ্মীরে একটি যাত্রীবাহী গাড়ি খাদে পড়েছে। এতে ১০ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীনগর-জম্মু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা সবাই অভিবাসী শ্রমিক। তারা শ্রীনগর যাচ্ছিলেন।

কর্মকর্তারা জানিয়েছেন, রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় গাড়িটি সড়ক থেকে ৩০০ ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার শিকার হওয়া ওই এলাকাটি রামবান জেলার ব্যাটারি চেশমা নামে পরিচিত।

 

এনডিটিভি জানিয়েছে, বর্ষার কারণে উদ্ধার অভিযানে কাশ্মিরের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের পাশাপাশি পুলিশও অংশ নিয়েছে।

 

লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিংহা প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন। তিনি জানান, ভুক্তভোগীদের সকলের পরিবারকে সহায়তা প্রদান করা হবে।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, রামবানে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় অনেকে মূল্যবান প্রাণ হারিয়েছেন। বিষয়টি জানতে পেরে আমি গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। ভুক্তভোগীদের স্বজনদের নিয়ম অনুযায়ী সব ধরনের সহায়তা দেওয়ার জন্য জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন