চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

কলকাতার ফিল্মফেয়ারে ঢাকার হ্যাটট্রিক!

অনলাইন ডেস্ক

৩০ মার্চ, ২০২৪ | ১২:২৬ পূর্বাহ্ণ

বিরল বটে। ভিনদেশের প্রধানতম একটি পুরষ্কার আয়োজনে একটি-দুটি নয়, পাক্কা তিনটি পুরস্কার জয় করে নিয়েছেন ঢাকার অভিনয়শিল্পীরা। অনন্য এই নজির তৈরি হয়েছে শুক্রবার (২৯ মার্চ) রাতে, কলকাতায়। সেখানকার মর্যাদাপূর্ণ ফিল্মফেয়ারে তিনটি বিভাগে সেরা হয়েছেন ঢাকার তিন অভিনয়শিল্পী। তারা হলেন জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও সোহেল মণ্ডল।

 

এর মধ্যে জয়া পেয়েছেন সেরা পার্শ্ব চরিত্র (নারী) বিভাগে। কৌশিক গাঙ্গুলি নির্মিত ‘অর্ধাঙ্গিনী’ ছবিতে অনবদ্য অভিনয়ের সুবাদে তার হাতে উঠেছে ব্ল্যাকলেডি। এই নিয়ে চারবার ফিল্মফেয়ার জয়ের রেকর্ড (বাংলাদেশি হিসেবে) গড়লেন তিনি।

 

আর টলিউড অভিষেকেই বাজিমাত করলেন ফারিণ-সোহেল। অতনু ঘোষ পরিচালিত ‘আরও এক পৃথিবী’ দিয়ে টলিউড ও বড় পর্দায় অভিষেক হয়েছে ফারিণের। এতে তার অভিনয় জিতেছে দর্শক-সমালোচকের মন। তাই সেরা নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পেয়েছেন ফারিণ।

 

পুরস্কারের কালোমূর্তি হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন এভাবে, ‘ধন্যবাদ ফিল্মফেয়ার, ধন্যবাদ এসকে মুভিজ। আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ নির্মাতা অতনু দাকে। দর্শকের প্রতি আমার অন্তহীন কৃতজ্ঞতা এতো ভালোবাসা ও সমর্থনের জন্য।’

 

সোহেল মণ্ডল চমক দেখালেন ‘মায়ার জঞ্জাল’ ছবিতে অভিনয় করে। ইন্দ্রনীল রায় চৌধুরী নির্মিত এই ছবিতে অভিনয়ের জন্য ঢাকার অভিনেত্রী অপি করিমও পেয়েছিলেন মনোনয়ন। তবে পুরস্কার জিততে পারেননি। অন্যদিকে সেরা নবাগত (পুরুষ) হিসেবে ব্ল্যাকলেডি বগলদাবা করলেন ‘তাকদীর’ অভিনেতা। পুরস্কার গ্রহণের মুহূর্ত শেয়ার করে মণ্ডল বললেন, “ব্ল্যাকলেডি ঘরে আসছে। সেরা নবাগত অভিনেতার পুরস্কার। ইন্দ্রনীল দাদা ও পুরো ‘মায়ার জঞ্জাল’ টিমের প্রতি আমার কৃতজ্ঞতা। পুরস্কারটি আমার সব থিয়েটার সহকর্মী ও বন্ধুদের প্রতি উৎসর্গ করলাম। জীবন সিনেমার চেয়েও বেশি বৈচিত্র্যপূর্ণ।”

 

‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’-এ ঢাকার আরও এক তরুণ মনোনয়ন পেয়েছেন। তিনি মাহতিম শাকিব। ‘চিনি ২’ সিনেমায় তিনি ‘তুমি জানতেই পারো না’ শিরোনামের গানটির জন্য সেরা প্লেব্যাক গায়ক বিভাগে মনোনীত হয়েছিলেন। তবে এই ক্যাটাগরিতে জিতেছেন অরিজিৎ সিং। তিনি পেয়েছেন ‘কাবুলিওয়ালা’ ছবির ‘ভাবো যদি’ গানের জন্য। তথ্যসুত্র: বাংলা ট্রিবিউন

 

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট