অবিলম্বে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশ হয়েছে।
আজ সোমবার নিরাপত্তা পরিষদের ১৪ সদস্যের ভোটে এই প্রস্তাব পাশ হয়। যদিও প্রস্তাবে ভোট দেয়নি যুক্তরাষ্ট্র।
প্রস্তাবে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে বন্দী সকলকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির আহ্বান জানানো হয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ খবর নিশ্চিত করেছে।
ভোটাভুটির পরে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড যুদ্ধবিরতি প্রস্তাব পাস করতে বিলম্বের জন্য হামাসকে দায়ী করেন। ভোটদানে যুক্তরাষ্ট্রের বিরত থাকার ব্যাপারে তিনি বলেন, ‘আমরা এই প্রস্তাবের সবকিছুর সঙ্গে একমত হইনি।’
এর আগে যুদ্ধবিরতির বিরুদ্ধে তিনবার ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। অবশেষে ভেটো প্রদানে বিরত থাকল ইসরায়েলের মিত্র এই দেশ।
পূর্বকোণ/পারভেজ