ওশেনিয়ার দেশ পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় ধ্বংস হয়েছে প্রায় এক হাজার ঘরবাড়ি। দেশটির ইস্ট সেপিকের গভর্নর অ্যালান বার্ড এ তথ্য জানিয়েছে।
সোমবার ভোরে ভূমিকম্পটি আঘাত হানে। এর আগেই দেশটির সেপিক নদীর তীরে অবস্থিত কয়েক ডজন গ্রাম বড় ধরনের বন্যার কবলে পড়ে।
দেশটির পুলিশ কমান্ডার ক্রিস্টোফার তামারি সংবাদমাধ্যম এএফপিকে জানিয়েছেন, এ ঘটনায় এখন পযর্ন্ত পাঁচজনের মৃত্যুর নিশ্চিত করা গিয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
ভূমিকম্পের পরে তোলা কিছু ছবিগুলোতে ক্ষতিগ্রস্থ কাঠের বাড়িগুলো আশেপাশের হাঁটু সমান বন্যার পানি দেখা গেছে।
পাপুয়া নিউগিনিতে প্রায়শই ভূমিকম্পের ঘটনা ঘটে। দেশটি প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। এছাড়া টেকটোনিক প্লেটের মধ্যে ঘর্ষণের কারণে এই অঞ্চলে ভূমিকম্প সাধারণ ঘটনা।
পূর্বকোণ/এসি