চট্টগ্রাম শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

পেকুয়ায় অটোরিকশা শ্রমিক লীগের পরিচিতি সভা ও ইফতার

পেকুয়া সংবাদদাতা

২১ মার্চ, ২০২৪ | ৮:৩৬ অপরাহ্ণ

বাংলাদেশ সিএনজি অটোরিকশা শ্রমিকলীগ পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে পেকুয়া চৌমুহনীর ক্রেমলিন প্লাজা মার্কেট ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সংগঠনের সভাপতি মো. রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু।

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম। বিশেষ বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ হানিফ খোকন, কক্সবাজার অটোরিকশা শ্রমিক লীগের সভাপতি মো. বাবুল ছিদ্দিকী, সাধারণ সম্পাদক রাজীব পাল প্রমুখ।

 

অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল, মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুস চৌধুরী, উপজেলা আ. লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়ারেচী, শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আজম, পেকুয়া সদর ইউপির সদস্য নুরুল আজিম, বিশিষ্ট সমাজসেবক লায়ন এইচ এম ওসমান ছরওয়ার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএনজি অটোরিকশা শ্রমিকলীগের পেকুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।

 

অনুষ্ঠান শেষে সভাপতি ও সম্পাদকের হাতে শ্রমিকের পরিচিতি কার্ড তুলে দেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। পরিচিতি সভায় এক হাজারের অধিক শ্রমিক উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/এমরান/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট