চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে ট্রাক উল্টে প্রাণ গেল চালকের

বোয়ালখালী সংবাদদাতা

২১ মার্চ, ২০২৪ | ১২:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে মিনি ট্রাক উল্টে ধানি জমিতে পড়ে প্রাণ হারিয়েছেন আজিজুর রহমান নামের এক চালক। নিহত আজিজ পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামে শফি সওদাগরের ছেলে বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর পাঁচটার দিকে উপজেলার কানুনগোপাড়া-শ্রীপুর বুড়া মসজিদ সড়কের আকুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে মিনি ট্রাকটি কানুনগোপাড়া থেকে শ্রীপুর অভিমুখে দ্রুত গতিতে যাচ্ছিল। এসময় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ধানি জমিতে উল্টে পড়ে। ঘটনাস্থলেই চালক মারা গেছেন। তাকে উদ্ধার করে স্বজনরা পটিয়ায় নিয়ে গেছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট