চট্টগ্রাম নগরীতে অপরিস্কার-অপরিচ্ছন্ন পরিবেশে এবং অননুমোদিত কেমিকেল ব্যবহার করে বিস্কুট তৈরির দায়ে ফ্রিজিয়া ফুড প্রোডাক্টস নামে এক কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৮ মার্চ) নগরীর চর চাকতাই এলাকার ওই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ পরিচালক মো. ফয়েজ উল্লাহ।
তিনি বলেন, আজ বিস্কুট তৈরির প্রতিষ্ঠান তদারকি করা হয়। তদারকিকালে অপরিস্কার অপরিচ্ছন্ন পরিবেশ এবং বিস্কুট তৈরিতে অননুমোদিত কেমিকেল ব্যবহার করায় ওই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।
পূর্বকোণ/পিআর/এসি