চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

ম্যাজিস্ট্রেট দেখেই ৪০০ টাকার তরমুজ ২০০ টাকা বিক্রি

আনোয়ারা সংবাদদাতা

১৭ মার্চ, ২০২৪ | ১০:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারার বিভিন্ন হাট-বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে তরমুজ ও পেঁয়াজের দাম। এই তরমুজ ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

 

রবিবার (১৭ মার্চ) দুপুরে চাতরী চৌমুহনী বাজার ও রাঙ্গাদিয়া বাজারে পৃথক অভিযান চালানো হয়।

 

এ সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখেই ব্যবসায়ীরা ৪০০ টাকার পরিবর্তে তরমুজ ২০০ টাকা। ১২০ টাকার পেঁয়াজ ৮০ টাকা বিক্রি করা শুরু করেন। অভিযানের মুহূর্তে মানুষের তরমুজ ও পেঁয়াজ কিনতে ভিড় জমেছে।

 

এছাড়াও অভিযানে বেশি দামে গরুর মাংস ও পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করায় ১২ দোকানিকে ৯৭ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন। অন্যদিকে ১৩ দোকানিকে ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেন, নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করা যাবে না। যদি কোনো অসাধু ব্যবসায়ী চড়া দামে পণ্য বিক্রি করেন তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট