চট্টগ্রাম বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আইআইইউসির একাডেমিক কাউন্সিলের ৪৭তম সভা অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি

১৭ মার্চ, ২০২৪ | ১২:০০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) একাডেমিক কাউন্সিলের ৪৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

একাডেমিক কাউন্সিলের চেয়ারম্যান আইআইইউসি উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, বিওটি ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, বিওটি সদস্য ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশীদ আহমদ চৌধুরী, বিওটি সদস্য ড. মো. ফসিউল আলম, বিওটি সদস্য ড. মো. শামসুজ্জামান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স বিভাগের প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, আইআইইউসির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. গিয়াস উদ্দিন হাফিজ, আইআইইউসির সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. জাহেদ হোসেন সিকদার, বিজ্ঞান অনুষদের ডিন ড. সামিমুল হক চৌধুরী, শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মোস্তফা কামিল, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মো. ইফতেখার উদ্দিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দসহ একাডেমিক কাউন্সিলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সভায় বিগত ৪৬তম একাডেমিক কাউন্সিল সভার কার্যবিবরণী পেশ ও সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। গত সেমিস্টারের একাডেমিক রিপোর্ট পেশ ও পরীক্ষার ফলাফল অনুমোদন করা হয়। আইআইইউসির সার্বিক একাডেমিক কার্যক্রম পরিচালনার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়া হয়।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন