টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের একটি আভিযানিক দল গত বৃহস্পতিবার (১৪ মার্চ) পর্যটকদের মোবাইল ছিনতাই ও চুরির সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হল, কুতুপালং ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে রহিম উল্লাহ (১৯), উখিয়ার শরণার্থী ক্যাম্পের সুলতান আহমদের ছেলে আব্দুল্লাহ (২২) ও কক্সবাজার সদরের কলাতলী চন্দ্রিমাঠ এলাকার নূর মোহাম্মদের ছেলে শাহআলম (৩০)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মোবাইল চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।
টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদ বলেন, গ্রেপ্তারের পর তাদেরকে আজ শুক্রবার আদালতে প্রেরণ করা হয়। তারা অপরাধে জড়িত থাকার ব্যাপারে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
তিনি আরও বলেন, পর্যটকদের নিরাপত্তায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ