চট্টগ্রাম মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

ভ্রাম্যমাণ আদালতের অভিযান, কাপ্তাইয়ে ৩ দোকানিকে জরিমানা

কাপ্তাই সংবাদদাতা

১৩ মার্চ, ২০২৪ | ৪:৩২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বড়ইছড়ি সদর ও নতুনবাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ফারহানা পৃথা।

 

বাজার মিনিটরিংকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করায় বড়ইছড়িতে ২ দোকানে ৩ হাজার টাকা এবং কাপ্তাই নতুনবাজারে একটি দোকানকে মূল্য তালিকা ও দোকানের মালামাল রাস্তার উপরে ফেলে রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযানে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম, কাপ্তাই নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট