চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ

মুক্তিযুদ্ধের সময় ৫৪ দিন সার্কিট হাউসে বন্দী ছিলাম

জাহেদুল আলম, রাউজান

১৩ মার্চ, ২০২৪ | ১১:২০ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ মুক্তিযুদ্ধকালীন রাউজান থানা বিএলএফ’র (বাংলাদেশ লিবারেশন ফোর্স) ডেপুটি কমান্ডার।

 

তিনি বলেন, মুক্তিযুদ্ধে অংশ নেয়ার উদ্দেশে ট্রেনিং নিতে ১৯৭১ সালের ১২ এপ্রিল রামগড় বর্ডার হয়ে ভারতে যাই। তখন আমাদের সঙ্গী ছিল ১০-১২ জন। সেখানকার হাবলং ট্রেনিং সেন্টারে ৪৯ দিন ট্রেনিং নিই। তারপর গ্রুপে ভাগ হয়ে আমরা বাংলাদেশে প্রবেশ করি। এরপর রাউজানের বিভিন্ন এলাকায় পাকবাহিনীর সাথে আমাদের সম্মুখযুদ্ধ হয়। কাগতিয়া এলাকায় যুদ্ধের সময় আমাদের দলের মো. মুছা গুরুতর আহত হয়। তাকে বেশ কিছুদিন সাম্পানে রেখে এবং বাকলিয়া নিয়ে চিকিৎসা দিই। পরে তিনি মারা যান। এরপর হলদিয়া আমীরহাটে সম্মুখযুদ্ধে আমাদের কয়েকজন মুক্তিযোদ্ধা শহীদ হন। কচুপাড়ায় আমাদের কমান্ডার নাজিম উদ্দিন খান শহীদ হয়। তোফায়েল আহমদ বলেন, রাউজানে মুক্তিযুদ্ধকালীন পাকবাহিনীর হাতে বন্দী হই। সেই সময়ে মুক্তিযুদ্ধে সহায়তা করা, পাকবাহিনীকে প্রতিরোধ করতে গিয়ে রাজাকারের হাতে বন্দী হন রাউজানের পূর্ব গুজরা গ্রামের সন্তান ও বর্তমান আইনজীবী এডভোকেট এম আনোয়ার চৌধুরী। তিনিও প্রায় দেড়মাস পাকবাহিনীর হাতে সার্কিট হাউসে আমাদের সাথে বন্দী ছিলেন। তিনি প্রায় ৪৫ দিন বন্দী থাকার পর অবশেষে প্রাণে রক্ষা পান। রাউজান, ফটিকছড়ি ও পার্বত্য অঞ্চলের নানা জায়গায় পাকবাহিনীর সাথে আমাদের গেরিলা যুদ্ধ হয়েছে। আমি মুক্তিযুদ্ধের স্মৃতি ধারণ করে এখনও বেঁচে আছি।

জানা যায়, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমদ ১৯৪৭ সালে সুলতানপুর ছিটিয়াপাড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম ছৈয়দ হোসেন সওদাগর ও মাতা মরহুমা ছমদ খাতুন।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট