চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে ১৩টি পরিবারের চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৫ নম্বর তেমুহনী নয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন, আবু তাহের, মাহামুদুল হক, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ হারুক, আহমদ শফিক, আবু ইউসূফ, মোজাম্মেল হক, মোহাম্মদ দেলোয়ার, জসিম উদ্দিন, মোহাম্মদ শহীদ।
স্থানীয় ইউপি সদস্য লোকমান হাকিম ও স্থানীয়রা জানান, রান্নার চুলা থেকে আগুন লেগে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ঘরগুলোতে সবাই একসাথে বসবাস করায় আগুন দ্রুত ছড়িয়ে পরে। এতে ১৩ পরিবারের ৪০ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বসতঘর পুড়ে ১৩টি পরিবার নিঃস্ব হয়ে গেছে। কেউ কোনো কিছুই বের করতে পারেনি।
স্থানীয় ইউপি সদস্য লোকমান এবং ছাত্রলীগ নেতা এমএইচ শহীদ ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ইফতারি বিতরণ করেন।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। রাস্তা ছোট হওয়ায় আমার আগুন নেভাতে একটু সমস্যা হয়েছে। আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ